সপ্তম বারের মতো ইউপি সদস্য হলেন শচীন

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, দুপুর ০২:২০


বাগেরহাটের চিতলমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সপ্তম বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীকে অবাক করে দিয়েছেন শচীন্দ্রনাথ শিকদার (৬৫)। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজের ক্ষেতের উৎপাদিত সবজি বিক্রি করতে এসেছিলেন চিতলমারী বাজারে। একদিন আগের বিজয়ের প্রভাবেও তিনি কর্মহীন নন। তবে খোশ মেজাজে সবজি বিক্রি করেন। তখন শুভাকাঙ্খিদের অনেকেই তাকে সাদুবাদ জানায়। সপ্তম বারের মতো নির্বাচিত ইউপি সদস্য শচীন্দ্রনাথ শিকদার বলেন, এলাকাবাসীকে ভালোবাসলে তারাও ভালোবাসে। তাই ভোট দেন। ১৯৮৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সাত বার তিনি জনগণের ভোটে নির্বাচিত হন। চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে তার বাড়ি। শচীন্দ্রনাথ শিকদার বৈদ্যুতিক পাখা প্রতীকে ৬৩৭ ভোট পান। তার নিকটতম প্রার্থী আশ্বাব আলী মোরগ প্রতীকে ২৪৩ ভোট পেয়েছেন। খড়মখালী গ্রামের বাসিন্দা শিশিররঞ্জন বোস বলেন, জনগণের ভোটে সাত সাতবার নির্বাচিত হয়ে শচীন্দ্রনাথ শিকদার সপ্তম আশ্চর্যের মতো ঘটনা ঘটালেন। এটা থেকে জনসেবা সম্পর্কে শেখার আছে। রাজনীতি/জেকে

এমএসি/আরএইচ

Link copied