আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন : ধীমন বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ০২:১১


কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যমত শরীক দল জাসদ মনোনীত প্রার্থী ধীমন বড়ুয়া বলেছেন, ‘উৎসবমুখর নির্বাচন হোক, সেটাই আশা করছি। আপনারা সবাই ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন, যাতে আনন্দের সঙ্গে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি’।

২৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি-তিতাসে মশাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার সময় গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ধীমন বড়ুয়া।

এ সময় তিনি সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মশাল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান৷

ধীমন বড়ুয়া ভোটারদের উদ্দেশে বলেন, দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য মশাল মার্কায় ভোট দিন৷ আমি যদি সংসদে যেতে পারি তাহলে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব৷

তিনি বলেন, আজ দেশে সাধারণ মানুষের পক্ষে কথা বলার মানুষের খুব অভাব৷ এ এলাকার প্রধান সমস্যা হলো বেকারত্ব৷ শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্পকারখানা স্থাপন করা হবে৷

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে যথাসময়ে নির্বাচন হতে হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম আদর্শিক রাজনৈতিক দল জাসদ। ইতিহাস বলে, এ জনপদের জনগণ জাসদের মশাল মার্কাকে পূর্ণ সমর্থন দিয়েছিল ।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা, ইমাম-মোয়াজ্জিন, শিক্ষকসহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied