মুম্বাইয়ে ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রুহিত সুমন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, রাত ০৮:১৮


ভারতের বলিউডনগরী মুম্বাইয়ে রেডিসন হোটেলে অনুষ্ঠিত গ্লাম আইকন অনুষ্ঠানে সেরা ইভেন্ট অর্গানাইজার হিসেবে "ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড" পেলেন বাংলাদেশের রুহিত সুমন। তিনি ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের কর্ণধার ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

রুহিত সুমন নিয়মিত কালচারাল ইভেন্ট, সেলিব্রেটি শো এবং উদ্যোক্তা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার, সম্মাননা ও সনদ।

এরই ধারাবাহিকতায় এবার এই আন্তর্জাতিক পুরস্কার পেলেন তিনি। বলিউড অভিনেতা তুষার কাপুর তার হাতে এই পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিয়ে ফ্যাশন শো হয়। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিল ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল। এছাড়া রুহিত সুমন প্রতি বছর বিভিন্ন সেক্টরের স্বনামধন্য ব্যক্তিবর্গের সম্মাননা জানানোর জন্য আয়োজন করেন "ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড"।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied