গাজায় গ্যাস,পানি, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ অক্টোবর ২০২৩, রাত ০৮:১৪


ইসরায়েলি বাহিনী গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছে। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ তথ্য জানিয়েছেন।

গ্যালান্ট জানিয়েছেন, তিনি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন। গাজায় কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না, খাদ্য প্রবেশ করতে পারবে না এবং কোনো জ্বালানি সরবরাহ হবে না।

এদিকে, ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তিনি গাজা উপত্যকায় পানি সরবরাহ লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপত্যকায় দুদিন আগেই জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

কাৎজ বলেন, ‘আমি ইসরায়েল থেকে গাজায় পানি সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied